বিনোদন ডেস্ক
তারকা দম্পতি নিক জোনাস ও প্রিয়াংকা চোপড়া। বয়সে নিকের থেকে প্রিয়াংকা ১০ বছরের বড়। তাদের ভালোবাসয় বাধা হয়নি বয়স। যদিও তা নিয়ে নেটাগরিকের একাংশ কম ট্রল করেননি। কিন্তু এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ প্রিয়াংকা চোপড়ার মা মধু চোপড়া। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রিয়াংকার মা।
সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে মধু চোপড়া বলেন, আমার এতে কিছুই যায় আসে না। ছেলে ভাল, মেয়েও ভাল। দুইজনই পরস্পরের খেয়াল রাখে। এটাই যথেষ্ট। ’
বয়সের প্রসঙ্গে মধু চোপড়া বলেন, ‘আমি এই বিষয় নিয়ে কখনোই ভাবিনি। আমি খুব খুশি ছিলাম। যারা কথা বলার, তারা বলতেই থাকবে।’
নিক জোনাসের সঙ্গে প্রথম সাক্ষাৎ নিয়েও কথা বলেন প্রিয়াংকা চোপড়ার মা। তিনি বলেন, ভারতে এসে যখন আমার সঙ্গে ও (নিক) প্রথম দেখা করে, তখন প্রিয়াংকা ছিলো না। নিক আমায় জিজ্ঞাসা করেছিলো, প্রিয়াংকার জন্য আমি কেমন পাত্র চাই? আমি ওকে বললাম, কী কী গুণ আমি প্রিয়াংকার স্বামীর মধ্যে দেখতে চাই।
তখন মধু চোপড়ার হাত ধরে নিক বলেন, ‘আমি কিন্তু এমনই। আমি কি প্রিয়াংকার স্বামী হতে পারি? আমি প্রতিজ্ঞা করছি, আপনি যে গুণগুলির কথা বললেন, তার থেকে একটিও বাদ যাবে না।’
নিকের এই কথা শুনেই আর দ্বিতীয় বার ভাবেননি মধু চোপড়া। বুঝেছেন মেয়ের জন্য সেরা পাত্র নিক জোনাসই।
প্রেমের সম্পর্কের ২০১৮ সালের ডিসেম্বরে বিয়ে করেন নিক ও প্রিয়াংকা। বর্তমানে তাদের ঘরে এক কন্যা সন্তান রয়েছে।