স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, বাংলাদেশের বিশ্বকাপ দল দেখিনি। জানি না কারা আছে। মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১২ দেশ নিয়ে হতে যাওয়া ‘বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা’ উপলক্ষে আজ সোমবার (২০ মে) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। যাওয়ার আগে বিশ্বকাপের জন্য আনুষ্ঠানিকভাবে ১৫ সদস্যের দলও ঘোষণা করা হয়েছে। যদিও এর কিছুই জানেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ-বাংলা অডিটরিয়ামে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট ২০২৪ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাশরাফি। অনুষ্ঠান শেষে বাংলাদেশের বিশ্বকাপ দল কেমন হয়েছে সংবাদ মাধ্যমের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল দেখিনি। জানি না কারা আছে।
সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে নেই দলের দুই গুরুত্বপূর্ণ ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। দুজনের ফর্ম ও বাংলাদেশ দলের বর্তমান অবস্থা নিয়ে কোনো ধারণা নেই বলে জানিয়েছেন মাশরাফি। তিনি বলেন, পুরো দল দেখিনি। কেমন অবস্থায় আছে তাও জানি না। আমি খেলা দেখিনি, সত্যি কথা।
বিশ্বকাপে বাংলাদেশ দলের গ্রুপে কোন কোন দল আছে, তাও জানেন না মাশরাফি। তিনি বলেন, জানি না আসলে কারা আছে গ্রুপে।