স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টাইগারদের ব্যাটিংয়ের দৈন্যদশা দেখে আরো হতাশা বাড়িয়ে দেয় সমর্থকদের। কোনোভাবেই আশার আলো দেখাতে পারছিলো না টপ অর্ডার। সব কিছু মিলিয়ে বিশ্বকাপ যাত্রার আগেই বাংলাদেশকে নিয়ে হতাশ ছিলো সমর্থকরা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর সব আক্ষেপ যেন ঘুচিয়েছে টাইগাররা। তাই তো এই ম্যাচ শেষে সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেন, সমালোচনায় জর্জরিত ক্রিকেটারদের মানসিকভাবে স্থির হতে জয়টা খুব দরকার ছিলো।
বাংলাদেশ ক্রিকেটে বড় এক নাম তামিম ইকবাল। বেশ কিছুদিন ধরেই ক্রিকেট থেকে দূরে আছেন তিনি। ক্যারিয়ারের সায়াহ্নে রয়েছেন দেশসেরা এই ওপেনার। আগেই জানিয়েছিলেন ক্রিকেট পরবর্তী জীবনে ধারাভাষ্যে বা বিশ্লেষকের ভূমিকায় আসতে পারেন। তাই তো বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জয়ের পর তাকে দেখা গেলো ব্রডকাস্টিং পার্টনার স্টার স্পোর্টসে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ২ উইকেটে জয়ের দিনে ম্যাচ শেষে সেখানে তাকে দেখা গেলো বিশ্লেষকের ভূমিকায়।
লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে প্রসঙ্গ উঠে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক দ্বন্দ্ব নিয়ে। তামিম বলেন, সম্প্রতি বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বেশ কিছু ঘটনা ঘটেছে। নাগিন ডান্স দিয়ে শুরু, এরপর টাইমড আউট। এই জয়ে খুব খুশি।
এমন জয়ের পর টাইগারদের সাবেক অধিনায়কের মুখে আলাদা করে উঠে আসেন মুস্তাফিজুর রহমান। তামিম বলেন, ফিজ ভালো করলেই বাংলাদেশের ভাল করার সম্ভাবনা বাড়বে, মুস্তাফিজের পারফরম্যান্স ভালো লেগেছে। কিছুদিন আগেও ভালো খেলতে পারছিলো না, বাদও পড়েছিলো। পরে আইপিএলে গিয়ে ধোনির সঙ্গে খেলেছে। এরপর থেকে তাকে ভিন্ন এক বোলার মনে হচ্ছে। শান্তভাবে খেলছে। ও ভালো খেললে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে।
এমন জয় স্বস্তিদায়ক উল্লেখ করেন তামিম বলেন, জয়টা খুব দরকার ছিলো। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা হয়েছে। তাই এই জয় দলের জন্য খুব বড় ব্যাপার। ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারবে। নিজেদের খেলাটা নিয়ে আরো ভালোভাবে ভাবতে পারবে।
প্রসঙ্গত, ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর নিজেকে এ সংস্করণ থেকে দূরে রেখেছেন তামিম। গত বছর অবসর নিয়ে নাটকীয়তা শেষে অবশ্য খোলা রেখেছেন ওয়ানডে দলে খেলার দরজা। বর্তমানে দলের সঙ্গে না থাকলেও ফিটনেস ও পারফরম্যান্স বিবেচনায় অভিজ্ঞ টাইগার ওপেনার খেলতে পারেন আগামী বছরের চ্যাম্পিয়ন ট্রফিতে।