ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনকালে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে: প্রধান উপদেষ্টা জামায়াতের জোটে ইসলামী আন্দোলন থাকছে কি না ঘোষণা আজ, দুপুরে মজলিসে শূরার বৈঠক মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির দাবিতে কারাকাসের রাস্তায় হাজারো মানুষ মেসির হাতের সেই বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায় প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিন আজ ইরানের সঙ্গে বাণিজ্য করলে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক, ট্রাম্পের নতুন ঘোষণা যুক্তরাষ্ট্র পরীক্ষা নিতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান গোল্ডেন গ্লোব: রাতে বেভারলি হিলসে বসছে তারার মেলা সালাহ ম্যাজিকে আইভরি কোস্টকে বিদায় করে সেমিতে মিশর বারিশাল গৌরনদীতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করলে চরম সীমা লঙ্ঘন হবে: আরব আমিরাতের হুঁশিয়ারি

Songbad somachar
  • আপডেট সময় : ০৭:২৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সতর্ক করেছে, ইসরায়েল যদি অধিকৃত পশ্চিম তীরকে পুরোপুরি নিজেদের সঙ্গে যুক্ত করার পদক্ষেপ নেয়, তা চূড়ান্ত সীমা লঙ্ঘনের সমতুল্য হবে। এমনটি করলে আব্রাহাম চুক্তির মূল চেতনাও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে দেশটি।

ইউএই-এর জ্যেষ্ঠ কূটনীতিক লানা নুসেইবেহ বলেন, “এ ধরনের পদক্ষেপ দ্বি–রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে নস্যাৎ করবে।” প্যালেস্টাইন কর্তৃপক্ষ (পিএ) আরব আমিরাতের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে। তবে ইসরায়েলি সরকার এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

নুসেইবেহের মন্তব্য এমন সময়ে এসেছে, যখন ইসরায়েলের ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরের প্রায় চার-পঞ্চমাংশ ইসরায়েলের সঙ্গে যুক্ত করার প্রস্তাব উত্থাপন করেছেন।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল সেখানে প্রায় ১৬০টি বসতি গড়ে তুলেছে। আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ। ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমকে নিজেদের ভূখণ্ড হিসেবে দেখতে চায়, যেখানে প্রায় ৭ লাখ ইহুদি ও ৩৩ লাখ ফিলিস্তিনি বসবাস করছে।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির মাধ্যমে আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। চুক্তির অন্যতম শর্ত ছিল—ইসরায়েল পশ্চিম তীরের কোনো অংশ নিজেদের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা স্থগিত রাখবে।

নুসেইবেহ বলেন, “শুরু থেকেই আমরা আব্রাহাম চুক্তিকে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখা ও তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বৈধ আকাঙ্ক্ষার জন্য কূটনৈতিক সুযোগ হিসেবে দেখেছি। পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত ইউএই-এর জন্য চরম সীমা লঙ্ঘনের শামিল হবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করলে চরম সীমা লঙ্ঘন হবে: আরব আমিরাতের হুঁশিয়ারি

আপডেট সময় : ০৭:২৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সতর্ক করেছে, ইসরায়েল যদি অধিকৃত পশ্চিম তীরকে পুরোপুরি নিজেদের সঙ্গে যুক্ত করার পদক্ষেপ নেয়, তা চূড়ান্ত সীমা লঙ্ঘনের সমতুল্য হবে। এমনটি করলে আব্রাহাম চুক্তির মূল চেতনাও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে দেশটি।

ইউএই-এর জ্যেষ্ঠ কূটনীতিক লানা নুসেইবেহ বলেন, “এ ধরনের পদক্ষেপ দ্বি–রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে নস্যাৎ করবে।” প্যালেস্টাইন কর্তৃপক্ষ (পিএ) আরব আমিরাতের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে। তবে ইসরায়েলি সরকার এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

নুসেইবেহের মন্তব্য এমন সময়ে এসেছে, যখন ইসরায়েলের ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরের প্রায় চার-পঞ্চমাংশ ইসরায়েলের সঙ্গে যুক্ত করার প্রস্তাব উত্থাপন করেছেন।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল সেখানে প্রায় ১৬০টি বসতি গড়ে তুলেছে। আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ। ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমকে নিজেদের ভূখণ্ড হিসেবে দেখতে চায়, যেখানে প্রায় ৭ লাখ ইহুদি ও ৩৩ লাখ ফিলিস্তিনি বসবাস করছে।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির মাধ্যমে আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। চুক্তির অন্যতম শর্ত ছিল—ইসরায়েল পশ্চিম তীরের কোনো অংশ নিজেদের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা স্থগিত রাখবে।

নুসেইবেহ বলেন, “শুরু থেকেই আমরা আব্রাহাম চুক্তিকে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখা ও তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বৈধ আকাঙ্ক্ষার জন্য কূটনৈতিক সুযোগ হিসেবে দেখেছি। পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত ইউএই-এর জন্য চরম সীমা লঙ্ঘনের শামিল হবে।”